বন্ধুরা, আমার একজন ভাগ্নে আছে। সে এবার এসএসসি পরীক্ষা দেবে। তার খুবই শখ ফটোগ্রাফার হওয়ার। সে তার বাবা- মায়ের কাছে বায়না ধরেছে একটি ক্যামেরা কিনে দেয়ার জন্য। কিন্তু তার বাবা-মা বলেছেন এসএসসি পরীক্ষার পরে কিনে দিবে ক্যামেরা। তাই সে এখন মোবাইল ফোন দিয়েই ফটোগ্রাফির কাজ করছে। আমার সেই ভাগ্নের থেকে আমিও একটু একটু করে ফটোগ্রাফির কাজ শেখা শুরু করবো ভাবছি।
আমার ভাগ্নের ভাষায়- ফটোগ্রাফি বিষয়টা হল নিজস্ব অনুভব মাত্র । এটি মানসিক আবেগ এবং সহানুভূতির এক নিবিড় সম্পর্কের নাম। আমার ভাগ্নে বলে, অনেক ফটোগ্রাফার মনে করেন যে তারা যদি আরও ভাল ক্যামেরা কিনে থাকেন তবে তারা আরও ভাল ফটোগ্রাফ নিতে পারবেন। কিন্তু আপনার মাথায় বা আপনার হৃদয়ে যদি কিছু না থাকে তবে একটি ভাল ক্যামেরা আপনার জন্য কিছুই করতে পারে না । ক্যামেরা ছাড়াই যে শুধু মাত্র মোবাইল ফোন দিয়ে অনেক চমৎকার ছবি তোলা যায় সেটার প্রকৃষ্ট উদাহরণ হবো আমি- এমনটাই দাবি করে আমার ভাগ্নে।
অবশ্য আমি মনে করি না যে তাদের ফটোগ্রাফি শেখানোর মতো কোনও জিনিস আছে যা তাদের অল্প কিছুটা প্রভাবিত করে। মানুষকে তাদের নিজস্ব শিক্ষিকা হতে হবে। তাদের একটা নির্দিষ্ট প্রতিভা থাকতে হবে। তবেই তারা দক্ষ ফটোগ্রাফার হতে পারবে। আসলে সব কাজ ই হলো একটা আর্ট। তেমনি ফটোগ্রাফিটা হলো একটা চমৎকার আর্ট। চাইলেই সবাই এ কাজটি করতে পারে না।
ফটোগ্রাফি অনুভূতি, স্পর্শ করার, প্রেম করার এক উপায়। আপনি ছবিতে যা ধরেছেন তা চিরকালের জন্য বন্দী হয়ে পড়েছে… আপনি সমস্ত কিছু ভুলে যাওয়ার অনেক পরে এটি ছোট ছোট বিষয়গুলির কথা মনে রাখে। অনেক চমৎকার একটি বিষয় তাই তো বন্ধুরা।
যাই হোক, সবার কাছে আমার ভাগ্নের জন্য শুভকামনা আশা করছি। যেন ভবিষ্যতে ও একজন অনেক বড় ফটোগ্রাফার হতে পারে।